কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করবেন

যেকোনো বোর্ড পরীক্ষা শেষ হতে না হতে সকল পরীক্ষার্থীরা উদ্বিগ্ন থাকে তাদের ফলাফল এর জন্য। তাদের এই আশানুরূপ ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে হত ঘণ্টার পর ঘণ্টা কিংবা যেতে হত ঠিক একটি নির্দিষ্ট জায়গাতে। কিন্তু বর্তমানে এই প্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট চলে আসে ঠিক হাতের মুঠোই। নির্দিষ্ট তারিখে রেজাল্ট পাব্লিশ হওয়ার পর থেকেই আপনি নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন কয়েকটি উপায়ে খুব সহজে। আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট রোল নাম্বার দিয়ে চেক করে জানতে পারবেন।

অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করার উপায়

  • প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে ।
  • (https://eboardresults.com/v2/home) উল্লেখিত এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর আপনার Examination টাইপ সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হন তাহলে এসএসসি দাখিল হলে দাখিল অথবা এর সমমান কিছু হলে তা সিলেক্ট করে দিতে হবে।
  • তারপর পরীক্ষার ইয়ার বা সাল সিলেক্ট করতে হবে।
  • তারপর আপনার বোর্ড সিলেক্ট করুন।
  • তারপর রেজাল্ট টTইপ সিলেক্ট করলে আপনি রোল এবং রেজিস্ট্রেশনের অপশন পেয়ে যাবেন।
  • পরবর্তী ধাপে আপনার রোল এবং রেজিস্ট্রেশনের জায়গা ফিল আপ করতে হবে।
  • এবং সর্বশেষ, Security Key বসিয়ে, Get Result এ ক্লিক করুন। তাহলে, আপনি ও আপনার রেজাল্টটি চেক করতে পারবেন।

মোবাইলের এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করার উপায়ঃ

উপরে উল্লেখিত রেজাল্ট দেখার পদ্ধতি তে যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে না পারেন কিংবা আর শর্টকার্ট ওয়েতে রেজাল্ট দেখতে চান তবে এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হলে সবার প্রথমে আপনাকে –

  • মোবাইলে থাকা মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC বা Dakhil ।
  • এটি লেখার পর একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে।
  • এরপর একটি স্পেস দিয়ে Roll নাম্বারটি লিখুন। আরো একটি স্পেস দিয়ে পরীক্ষা Year লিখুন। এবার এই মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।
    ফিরতি মেসেজে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন।

রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করার উপায়ঃ

সবচেয়ে সহজ এবং সময় সাশ্রয়ী এই পদ্ধতিতে রেজাল্ট দেখতে হলে আপনাকে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখতে হবে। তারপর, বোর্ড এর প্রথম তিন অক্ষর লিখতে হবে। তবে এখানে প্রতিটি অক্ষর ইংরেজি বড় অক্ষর হতে হবে। এবং সর্বশেষ আপনার রোল নাম্বার লিখে দিয়ে ১৬২২২ নাম্বারে এসএমএসটি সেন্ড করতে হবে।

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখতেঃ

বর্তমানে শুধুমাত্র রেজাল্ট দেখার পাশাপাশি মার্কশীট সহ রেজাল্ট দেখতে পারবেন সহজে। আপনি যদি আপনার এসএসসি রেজাল্ট মার্কশীট সহ দেখতে চান তাহলে অবশ্যই আপনার নিজ বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যেমন আপনি যদি চিটাগাং বোর্ড এর হয়ে থাকেন তাহলে আপনাকে চিটাগাং বোর্ড এর (https://bise-ctg.portal.gov.bd/) এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নিম্নে আরও কয়েকটি বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া হল ।

  • https://www.dhakaeducationboard.gov.bd/
  • http://www.rajshahieducationboard.gov.bd/
  • https://comillaboard.portal.gov.bd/
  • https://www.jessoreboard.gov.bd/
  • http://www.barisalboard.gov.bd/
  • https://educationboard.sylhet.gov.bd/
  • http://www.dinajpureducationboard.gov.bd/
  • http://www.bmeb.gov.bd/

পরিশেষে, একটা জিনিস সুন্দর ভাবে উপলব্ধি করা যায়, যুগের সাথে তাল মিলিয়ে সব পরিবর্তন এর পাশাপাশি আমাদের সবকিছুই পরিবর্তন হয়েছে। পুরনো দিনে পরীক্ষা দিয়ে নিজের কাঙ্ক্ষিত ফলাফল দেখার জন্য অনেক দিন অপেক্ষা করতে হত। কিন্তু বর্তমানে আমরা তা খুব সহজে সাথে সাথে পেয়ে যায় উপরে উল্লেখিত যেকোনো একটি উপায় অবলম্বন করে।

Add a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।